শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা -২০২৪

বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা -২০২৪ উদযাপন:
 
বায়ান্নের ভাষা শহীদদের স্মরণে প্রতি বছরের মতো এ বছরও বিআইএসতে পালিত হলো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। দিনের শুরুতেই খুব ভোর হতেই ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অভিভাবকগণ স্কুল প্রাংগণে এসে সমাবেত হন। অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. রফিকুল ইসলাম, এসইউপি, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি (অবঃ) এবং অন্যান্য সবাই কালো ব্যাজ ধারণ করে শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা জ্ঞাপন করেন স্কুল ভবনের শহীদ মিনারে।পরে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে কোরান থেকে তেলওয়াত ও দোয়া করা হয়।ছাত্র ছাত্রীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শিক্ষার্থীরা প্রকাশ করে একটি দেয়াল পত্রিকা।এছাড়াও শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে রচনা , চিত্রাংকন, দেশাত্ববোধক গান, বাংলা কবিতা আবৃত্তি ও নান্দনিক হাতের লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনটিতে স্কুল প্রাংগনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
Select the fields to be shown. Others will be hidden. Drag and drop to rearrange the order.
  • Image
  • SKU
  • Rating
  • Price
  • Stock
  • Availability
  • Add to cart
  • Description
  • Content
  • Weight
  • Dimensions
  • Additional information
Click outside to hide the comparison bar
Compare