“মোদের গরব মোদের আশা,
আ-মরি বাংলা ভাষা”
মাতৃভাষা আমাদের অহংকার।
মাতৃভাষার সংগে আমাদের প্রাণের বন্ধন।
এই মূলমন্ত্রকে উপজীব্য করেই বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে অনলাইনে আজ পালিত হলো অমর একুশ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। সীমিত সংখ্যক শিক্ষক -শিক্ষিকার উপস্থিতিতে পরিপূর্ণ স্বাস্থ্যবিধি অনুসরণ করে ক্যাম্পাসেও ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানানো হয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে। প্রতিবছরই বি আই এস সি অত্যন্ত ভাব গম্ভীর্যের মধ্য দিয়ে দিবসটি পালন করে থাকে। এরই ধারাবাহিকতায় অনলাইনে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত করে মোনাজাত, দিবসটি নিয়ে শিক্ষক -ছাত্রদের আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী ছাত্রছাত্রীদের নাম ঘোষনা এবং সবশেষে অধ্যক্ষের ভাষণের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পরিসমাপ্তি ঘোষণা করা হয়।
অপরদিকে ক্যাম্পাসে ভাষা আন্দোলনের বিভিন্ন পর্যায় নিয়ে সৃষ্টি করা একটি সুদৃশ্য দেয়ালিকা উন্মোচন করেন বি আই এস সির মাননীয় অধ্যক্ষ।